1. dearsabdullah@gmail.com : admin :
  2. dearsabdullah@gmail.com : Abdullah Al Mamun : Abdullah Al Mamun

প্রতিষ্ঠার ইতিহাস (সংক্ষেপিত)

সাতক্ষীরার জেলার অন্তর্গত শ্যামনগর উপজেলা থেকে ০৭ কি.মি. দূরে ০২ নং কাশিমাড়ী ইউনিয়নাধীন গোবিন্দপুর গ্রামের মধ্যবর্তী স্থানে প্রাকৃতিক মনোরম পরিবেশে গোবিন্দপুর আবু হানিফ (এ, এইচ) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-টি বিগত ইং- ২৩/১১/১৯৮৪ তারিখে স্থাপিত/প্রতিষ্ঠিত হয়। পাশ্ববর্তী জয়নগর, শংকরকাটি, কাচিহারানিয়া, খুটিকাটা, কাঁঠালবাড়িয়া, দেওল এবং পার্শ্ববর্তী অন্যান্য এলাকার শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাদান করার লক্ষ্যে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উৎসাহ ও আগ্রহে গোবিন্দপুর গ্রামের সর্বজন শ্রদ্ধেয় মরহুম আবু হানিফ গাজী-এঁর তিন পুত্র ০১। জনাব মোঃ আব্দুল খালেক গাজী ০২। জনাব মোঃ আব্দুল মালেক গাজী ও ০৩। জনাব মোঃ আবুল হোসেন গাজী- ভ্রাতৃত্রয়ের আর্থিক সহযোগিতায় প্রথমে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে বিদ্যালয়- টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৫ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের দাবীর প্রেক্ষিতে উক্ত তিন ভ্রাতৃত্রয়ের আর্থিক সহযোগিতায় বিদ্যালয়- টি কলেজ পর্যায়ে উন্নীত হয়।

বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা:

০১। জনাব মোঃ আয়ুব আলী ঢালী (বিশিষ্ট শিক্ষানুরাগী),
গ্রাম- জয়নগর, ডাক- গোবিন্দপুর, শ্যামনগর, সাতক্ষীরা।
০২। জনাব গাজী আবুল বাসার (বীর মুক্তিযোদ্ধা),
গ্রাম- গোবিন্দপুর, ডাক- গোবিন্দপুর, শ্যামনগর, সাতক্ষীরা।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা ভ্রাতৃত্রয়:

০১। জনাব মোঃ আব্দুল খালেক গাজী,
গ্রাম- গোবিন্দপুর, ডাক- গোবিন্দপুর, শ্যামনগর, সাতক্ষীরা।
০২। জনাব মোঃ আব্দুল মালেক গাজী,
গ্রাম- গোবিন্দপুর, ডাক- গোবিন্দপুর, শ্যামনগর, সাতক্ষীরা।
০৩। জনাব মোঃ আবুল হোসেন গাজী,
গ্রাম- গোবিন্দপুর, ডাক- গোবিন্দপুর, শ্যামনগর, সাতক্ষীরা।

স্কুল ও কলেজ পর্যায় প্রতিষ্ঠাকালীন পৃষ্ঠপোষকতায়:

০১। জনাব গাজী আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা, (মরহুম আবু হানিফ গাজীর জ্যেষ্ঠ পৌত্র)
গ্রাম- গোবিন্দপুর, ডাক- গোবিন্দপুর, শ্যামনগর, সাতক্ষীরা।
০২। জনাব জি.এম. আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ, শ্যামনগর মহসিন ডিগ্রি কলেজ,
গ্রাম- গোবিন্দপুর, ডাক- গোবিন্দপুর, শ্যামনগর, সাতক্ষীরা।
০৩। জনাব গাজী আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান ০২ নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ,
গ্রাম- জয়নগর, ডাক- গোবিন্দপুর, শ্যামনগর, সাতক্ষীরা।

প্রতিষ্ঠাকালীন (স্কুল পর্যায়) প্রধান শিক্ষক:

০১। জনাব মোঃ আবুল হাশেম, বি.কম.বি.এড,
গ্রাম- শংকরকাটি, ডাক- গোবিন্দপুর, শ্যামনগর, সাতক্ষীরা।

প্রতিষ্ঠাকালীন (কলেজ পর্যায়) অধ্যক্ষ:

০১। গাজী মোঃ সফিকুল ইসলাম, বি.কম (সম্মান), এম.কম (ঢাকা বিশ্ববিদ্যালয়), ফিন্যান্স এন্ড ব্যাংকিং,
গ্রাম- গোবিন্দপুর, ডাক- গোবিন্দপুর, শ্যামনগর, সাতক্ষীরা।

 

গোবিন্দপুর  আবু হানিফ (এ, এইচ) উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর বিস্তারিত ইতিহাস দেখতে ক্লিক করুন

গোবিন্দপুর এ.এইচ (আবু হানিফ) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সুন্দরবন আইটি