1. dearsabdullah@gmail.com : admin :
  2. dearsabdullah@gmail.com : Abdullah Al Mamun : Abdullah Al Mamun

অধ্যক্ষের বাণী

সম্মানিত অভিভাবক, শিক্ষানুরাগী ও শিক্ষকমন্ডলী এবং কোমলমতি প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা ও শুভকামনা। ঐতিহ্যবাহী গোবিন্দপুর আবু হানিফ (এ, এইচ ) উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল ও কলেজ)- টি বিগত ইংরেজি ১৯৮৫ শিক্ষাবর্ষ (প্রতিষ্ঠার তারিখ- ২৩/১১/১৯৮৪ ইং) থেকে এই প্রত্যন্ত জনপদে আধুনিক মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার প্রসারে নিরন্তর ভূমিকা পালন করে যাচ্ছে।

শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও এ প্রতিষ্ঠান-টির রয়েছে গৌরবময় ভূমিকা। খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন জাতীয় দিবসে নানা কর্মসূচীসমূহ নিয়মিতভাবে আয়োজন, উদযাপন ও পালন করা হয়।

প্রতিষ্ঠান-টিতে রয়েছে একটি সক্রিয় ও শিক্ষানুরাগী গভর্ণিং বডি। গভর্ণিং বডির সম্মানিত সভাপতিসহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ সার্বিক ক্রমবর্ধমান অগ্রগতি তরান্বিত হচ্ছে।

বিদ্যালয়ের স্কুল ও কলেজ পর্যায়ের মেধাবী শিক্ষকবৃন্দ খুবই কর্মতৎপর এবং পাঠদানে আন্তরিক। সম্মিলিত সকলের প্রচেষ্টায় অদূর ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষার মান সহ সার্বিক উন্নয়নের ব্যাপক প্রসারে সকলের সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছি।

 

গোবিন্দপুর এ.এইচ (আবু হানিফ) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সুন্দরবন আইটি