সম্মানিত অভিভাবক, শিক্ষানুরাগী ও শিক্ষকমন্ডলী এবং কোমলমতি প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা ও শুভকামনা। ঐতিহ্যবাহী গোবিন্দপুর আবু হানিফ (এ, এইচ ) উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল ও কলেজ)- টি বিগত ইংরেজি ১৯৮৫ শিক্ষাবর্ষ (প্রতিষ্ঠার তারিখ- ২৩/১১/১৯৮৪ ইং) থেকে এই প্রত্যন্ত জনপদে আধুনিক মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার প্রসারে নিরন্তর ভূমিকা পালন করে যাচ্ছে।
শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও এ প্রতিষ্ঠান-টির রয়েছে গৌরবময় ভূমিকা। খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন জাতীয় দিবসে নানা কর্মসূচীসমূহ নিয়মিতভাবে আয়োজন, উদযাপন ও পালন করা হয়।
প্রতিষ্ঠান-টিতে রয়েছে একটি সক্রিয় ও শিক্ষানুরাগী গভর্ণিং বডি। গভর্ণিং বডির সম্মানিত সভাপতিসহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ সার্বিক ক্রমবর্ধমান অগ্রগতি তরান্বিত হচ্ছে।
বিদ্যালয়ের স্কুল ও কলেজ পর্যায়ের মেধাবী শিক্ষকবৃন্দ খুবই কর্মতৎপর এবং পাঠদানে আন্তরিক। সম্মিলিত সকলের প্রচেষ্টায় অদূর ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষার মান সহ সার্বিক উন্নয়নের ব্যাপক প্রসারে সকলের সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছি।